Uda horon udahoron None

জমজ বাচ্চা হওয়ার আমল ইসলামি জীবনধারায় বিশেষভাবে গুরুত্ব পায়। অনেক মুসলিম দম্পতি জমজ সন্তান লাভের আশায় আল্লাহর কাছে বিশেষ আমল ও দোয়া করেন। জমজ সন্তান লাভের জন্য নির্দিষ্ট কিছু আমল অনুসরণ করা হয়, যেমন নিয়মিত নামাজ আদায়, কোরআনের বিশেষ আয়াত পাঠ এবং আল্লাহর কাছে খাঁটি মনে প্রার্থনা করা। বিশেষ করে, সূরা মারইয়াম বা সূরা ইয়াসিনের নির্দিষ্ট আয়াতগুলো পাঠ করা জমজ সন্তান লাভের জন্য শুভ ফলপ্রসূ হতে পারে বলে বিশ্বাস করা হয়। এ ধরনের আমল মানসিক প্রশান্তি দেয় এবং দম্পতিকে আধ্যাত্মিক শক্তি ও আত্মবিশ্বাস প্রদান করে।

Téléversements récents

Pas encore de téléversements.

Œuvres favorites

Pas encore de favoris.